১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মেহেরপুরে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য আটক

মেহেরপুরে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্যকে আটক করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলিসহ মো. আজমাইন হোসেন টুটুল (৫২) নামের এক ইউনিয়ন পরিষদের সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার সকালে টুটুলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্য উদ্ধার করা হয়।

আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামের মরহুম আক্কাস আলীর ছেলে এবং কাথুলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন, র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) মেহেরপুর সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার মো: আশরাফুল্লাহ ও গাংনী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) মেহেরপুর সিপিসি-৩-এর ক্যাম্প কমান্ডার মো: আশরাফুল্লাহ জানান, ‘টুটুলকে অস্ত্র-গুলি ও উদ্ধার করা কৃষিপণ্যসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গাংনী থানা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ‘টুটুল তার নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির পাশে তামাক ঘরের নিকটে রাখা খড়ির গাদার নিচ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। এছাড়া এ সময় চারটা দেশীয় অস্ত্র (হাসুয়া), কৃষকদের দেয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, নয় প্যাকেট মাশকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি সার, ২০ পিস কম্বল, দু’টি সেলাই মেশিন, ৩০ কেজি পুষ্টি চাউল ও তিন প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেয়া চাউল উদ্ধার করা হয়।’

টুটুলের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement
গাজার সড়কগুলোতে ৩ লাখ টন বর্জ্য নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু নৌবাহিনীর জাহাজ ২১ নভেম্বর সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে যুদ্ধবিরোধী বিক্ষোভ আয়োজন করতে যাচ্ছে রাশিয়ার নির্বাসিত বিরোধী দল গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ও পোশাককর্মী নিহত জীবননগরে বন্ধুর বউকে নিয়ে উধাও বিধ্বস্ত বাইত লাহিয়া, উদ্ধার করা যাচ্ছে না আহতদের ইসরাইলে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহর : সেনাবাহিনী স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অঙ্গীকার এনবিআর চেয়ারম্যানের জানুয়ারিতেই প্রাথমিকের সব শিক্ষার্থীরা বই পাবে : উপদেষ্টা বিধান

সকল