১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চালকল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ গ্রেফতার

রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আবদুর রশিদ গ্রেফতার - ছবি : সংগৃহীত

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আবদুর রশিদকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, বছর খানেক ধরে রশিদ অ্যাগ্রো ফুডের মালিক বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেন। রাজশাহী পুটিয়ার ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমান তার ফার্মের কাঁচামাল নেয়ার জন্য রশিদ রাইস মিলস লিমিটেডকে অগ্রিম এক কোটি তেত্রিশ লাখ আটষট্টি হাজার আটশত সাতষট্টি টাকা ব্যাংকের মাধ্যমে দেন। কিন্তু গত দেড় বছরে তিনি এ টাকা ফেরতও দেননি আবার ওই টাকার নির্ধারিত পরিমাণ মালও দেননি।

এ ব্যাপারে বারবার আবদুর রশিদের সাথে বেঠক করেও কোনো সুরাহা হয়নি। পরে আতিকুর রহমান আদালতের শরনাপন্ন হন। আবদুর রশিদ আদালতে হাজির না হওয়ায় গত ২৫ মার্চ ২০২৪ সালে আদালত তার নামে ওয়ারেন্ট ইস্যু করে। তিনি আইনের আশ্রয় গ্রহণ না করে প্রকাশ্যে ঘুরে বেড়াতেন।

এ দিকে, ব্যবসায়ী আতিকুর রহমান গত ৩ নভেম্বর কুষ্টিয়া পুলিশ সুপার ও র‌্যাব বরাবর আবদুর রশিদের বিরুদ্ধে একটি আবেদন জমা দেন। শনিবার সন্ধ্যায় আবদুর রশিদ কুষ্টিয়ার পুলিশ মিজানুর রহমানের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে সেখান থেকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, ‘আমরা জেনেছি তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু কী কারণে গ্রেফতার করেছে তা জানতে পারেনি।’

তিনি জানান, ‘আদালতের মাধ্যমেই সুষ্ঠু সমাধান হবে বলে আশা করি।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement