১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শহীদ জিয়া কমপ্লেক্স নির্মাণসহ ১৯ দফা দাবি ইবি ছাত্রদলের

- ছবি : নয়া দিগন্ত

বিশ্ববিদ্যালয়ের ডায়েরি ও ক্যালেন্ডারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্ত ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণসহ প্রশাসনের কাছে ১৯ দফা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে এসব দাবি সংবলিত একটি স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য-সচিব মাসুদ রুমী মিথুন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিল।

১৯ দফা দাবির মধ্যে রয়েছে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধসহ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার, খাবারের মান বৃদ্ধির লক্ষ্যে ডাইনিংয়ের ভর্তুকি বৃদ্ধি, বিগত সময়ে তিনগুণ বাড়ানো এই অতিরিক্ত ফি কমাতে পদক্ষেপ গ্রহণ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসসহ বিশ্ববিদ্যালয়ের সকল দফতরে জবাবদিহিতা নিশ্চিত, নিষিদ্ধ সংগঠন ও গণহত্যার দোসর ব্যতিত বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সকল রাজনৈতিক পক্ষগুলোকে একটি প্লাটফর্মে নিয়ে সহাবস্থান নিশ্চিত, আওয়ামী স্বৈরাচারী দোসরদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ, বাধাহীনভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা নিশ্চিত, স্বৈরাচারী দোসরদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ, র‌্যাগিং ও সেশনজট নির্মূলে ব্যবস্থা গ্রহণ, মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত, ক্যাম্পাসে সিসি ক্যামেরার ব্যবস্থা, ক্যাম্পাসে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা, আধুনিক চিকিৎসা নিশ্চিত, মেধারভিত্তিতে আবাসিকতা প্রদান, শ্রেণিকক্ষ সঙ্কট নিরসন, ফিটনেসবিহীন পরিবহণ নিষিদ্ধ-সহ পরিবহণ ব্যবস্থায় ভোগান্তি নিরসন, বিশ্ববিদ্যালয় ডায়েরি ও ক্যালেন্ডারে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্ত ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করতে হবে।

ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমি মনে করি, এই দাবিগুলো রাজনৈতিক নয় বরং শিক্ষার্থীদেরই প্রত্যাশার। শিক্ষার্থীদের কল্যাণে দাবিগুলো বাস্তবায়নে কাজ করা করবো। এছাড়াও শহিদ জিয়াউর রহমানের যে উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন সেটি একটি ছকে এনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।’

উল্লেখ্য, এর আগে গত ৮ অক্টোবর শিক্ষার্থীদের সাথে ভিসির মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় সংস্কারে ৪৬ দফা প্রস্তাবনা প্রদান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


আরো সংবাদ



premium cement
অন্তর্বর্তী সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে : রিজভী নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান বদিউল আলমের হামলার শিকার মার্কিন রণতরী অনেকটা পালিয়ে বেড়াচ্ছে : হাউছি প্রধান ‘স্বৈরাচার সরকারের লোকজন শিক্ষিত হলেও নৈতিক জ্ঞান ছিল না’ পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে : আইজিপি যুদ্ধাপরাধের জন্য ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বোরেলের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার আহত ও শহীদ পরিবারের বিষয়ে সরকারের উদাসীন থাকার সুযোগ নেই : সেলিম উদ্দিন দুই বছরের মধ্যে প্রথম ফোনালাপ করলেন পুতিন ও জার্মান চ্যান্সেলর পাকিস্তান-বাংলাদেশ জাহাজ চলাচল উপমহাদেশের ইতিহাসে টার্নিং পয়েন্ট! ‘দেশকে কল্যাণ রাষ্ট্র করতে জনগণের নেতা হতে হবে’

সকল