শিবির দেশব্যাপী সৎ ও দক্ষ কর্মী তৈরিতে কাজ করছে : কেন্দ্রীয় সভাপতি
- রবিউল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি
- ১৬ নভেম্বর ২০২৪, ১৪:৫৩, আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১৫:২৯
শিবির দেশব্যাপী সৎ ও দক্ষ কর্মী তৈরিতে কাজ করছে মন্তব্য করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘সমাজ ও রাষ্ট্রের সকল অভাব পূরণে ছাত্রশিবিরের কর্মীদের কাজ করতে হবে। একটি ছাত্র সংগঠন নীতি, নৈতিকতা ধ্বংস করতে লিপ্ত হয়েছিল। ইসলামী ছত্রশিবিরের কর্মীরা দেশ ও মা-বোনদের নিরাপত্তার দায়িত্ব নিবে।’
তিনি বলেন, ‘পড়ার টেবিল থেকে আটক করে জঙ্গী নাটকের তকমা লাগিয়েও ছাত্রশিবিরকে শেষ করতে পারেনি। এত নির্যাতনের পরও শিবির নেতা-কর্মীরা দেশ থেকে পালায়নি। অথচ দেশ প্রেমিকের তকমা লাগানো নেত্রী ও নেতারা তাদের কর্মী রেখে পালিয়েছে।’
শনিবার (১৬ নভেম্বর) বাগেরহাট জেলার স্বাধীনতা উদ্যানে ছাত্রশিবিরের-কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান সাইফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা মশিউর রহমান, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো: শফিউলাহ, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করীম, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, শেখ মোহাম্মদ ইউনুস, হাফেজ আব্দুল আওয়াল, মঞ্জুরুল হক রাহাদ, অধ্যক্ষ আব্দুল আলীম, আধ্যাপক ইকবাল হুসাইন, মাওলানা ইমরান হুসাইন, এনামুল হুসাইন, হাফেজ সুলতান আহমেদ, হাফেজ আ: রশিদ, অ্যাডভোকেট বেলায়েত হোসেন সুজা, ডা. আতিয়ার রহমান প্রমুখ।
এ সময় মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমাদের ইতিহাস ও সংস্কৃতিকে ধ্বংস করেছে হাসিনা সরকার। আর অন্তর্বর্তী সরকার সেই ব্যক্তিদের আবারো প্রশ্রয় দিচ্ছে। শেখ হাসিনা আবারো বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করছেন। এজন্য শিবির-কর্মীদের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা