২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত - ছবি : প্রতীকী

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় ছোয়াদ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (১৫নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলা সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত ছোয়াদ উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে মিরপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।

ওসি মমিনুল ইসলাম জানান, ‘সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রাক ছোয়াদকে ধাক্কা দেয়। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।

তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement