১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুষ্টিয়ার জগতি স্টেশনে ২ ঘন্টা ট্রেন আটকে রাখল স্থানীয়রা

কুষ্টিয়ার জগতি স্টেশনে ২ ঘন্টা ট্রেন আটকে রাখল স্থানীয়রা - ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ায় নকশীঁকাথা মেইল ট্রেনের স্টপেজের দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুই ঘণ্টা থামিয়ে রেখেছে স্থানীয়রা। আজ শুক্রবার বিকেল ৪টা ৪৩ মিনিটে কুষ্টিয়ার জগতি স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, বাংলাদেশের প্রথম স্টেশন জগতিতে ঢাকা-খুলনাগামী নকশীঁকাথা মেইল ট্রেনের স্টপেজ দিতে হবে। সন্ধ্যা পৌনে ৭টায় রেল প্রশাসনের হস্তক্ষেপে তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিলে ট্রেনটি দুই ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আজ ছিল বাংলাদেশের প্রথম রেলস্টেশন জগতি স্টেশনের ১৬২ বছরপূর্তি। এ উপলক্ষে এলাকাবাসী প্রতি বছরের মতো স্টেশন আঙ্গিনায় আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সিদ্ধান্ত হয় জগতি স্টেশনে নকশীঁকাথা ট্রেনের স্টপেজের দাবিতে তারা খুলনা অভিমুখী নকশীঁকাথা মেইল ট্রেনটি আটকিয়ে দেবে। কিন্তু নকশীঁকাথা ট্রেনটি বিলম্ব থাকায় বিকেল ৪টা ৪৩ মিনিটে নির্ধারিত সময়ে জগতি স্টেশন অতিক্রম করা সময় স্থানীয়রা লাল পতাকা টাঙ্গিয়ে বোনাপোল এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেয়। এ সময় ট্রেন থেকে নেমে ট্রেনের পরিচালক মাহাবুব আলম স্থানীয়দের নিকট ট্রেন থামানোর কারণ জানতে চান। পরে এলাকাবাসী জগতি স্টেশনের উন্নয়ন ও নকর্শীঁকাথা ট্রেনের স্টপেজ দাবি করেন।

এ সময় তিনি রাজশাহী রেলের ডিভিশনাল ম্যানেজার শাহ সুফী নুরুজ্জামানের সাথে মোবাইলে আন্দোলনকারীদের কথা বলিয়ে দেন। ডিভিশনাল ম্যানেজার আন্দোলনকারীদের ট্রেন ছেড়ে দিয়ে তাদের দাবি নিয়ে অন্য দিন বসার অনুরোধ জানান। কিন্তু স্থানীয় নেতারা তার কথায় কর্ণপাত করেননি। দুই ঘণ্টা পর আবারো রাজশাহী রেলের ডিভিশনাল ম্যানেজার আন্দোলনকারীদের সাথে মোবাইলে কথা বলেন। এ সময় তিনি নকশীঁকাথা ট্রেনের স্টপেজ দেয়ার ঘোষণা দেন। পরে এলাকাবাসী রেল লাইন থেকে সরে এলে রাত পৌনে ৭টায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে রওনা দেয়।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ড্রাইভার মিনাল মাহফুজ জানান, লাইন ক্লিয়ার না থাকায় ট্রেন থামাতে বাধ্য হয়েছি।

ট্রেনের পরিচালক মাহাবুব আলম জানান, ট্রেনটি নির্ধারিত টাইমে চলাচল করছিল গুরুত্বপুর্ণ ট্রেনটি এখন দুই ঘণ্টার বেশি বিলম্ব হয়ে গেল।

আন্দোলনকারী স্থানীয় নেতা মাসুদ রানা ও সোহেল রানা জানান, বাংলাদেশের প্রথন রেল স্টেশন জগতিতে শুধুমাত্র সাটেল ট্রেন থামে। আগে নকশীঁকাথা ট্রেন থামতো। কিন্তু ঢাকাগামী হওয়ার পর থেকে জগতি স্টেশনে আর থামে না। ফলে এলাকার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

এলাকাবাসীর দাবি, নকশীঁকাথা ট্রেনের স্টপেজ দিতে হবে এবং জগতি স্টেশনের উন্নয়ন করতে হবে। এ ব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও সেনাবাহিনী কুষ্টিয়া ইউনিটকে জানানো হলেও ঘটনাস্থলে তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।


আরো সংবাদ



premium cement