১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘জুটমিল বন্ধ করে শেখ হাসিনা শিল্পাঞ্চলকে ধ্বংসস্তুপে পরিণত করেছেন’

শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার - ছবি : নয়া দিগন্ত

খুলনার খালিশপুরের জুটমিলগুলো বন্ধ করে শেখ হাসিনা শিল্পাঞ্চলকে ধ্বংসস্তুপে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, এ জুটমিলগুলো বন্ধ করে শেখ হাসিনা শ্রমজীবী মানুষের সাথে যে প্রতারণা করেছেন তার জবাব তাকে দিতে হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর খালিশপুরস্থ বিআইডিসি রোডস্থ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘খালিশপুরের শ্রমিক-জনতাই শেখ হাসিনার বিচার করবেন। শ্রমিকের মুখের খাবার কেড়ে নিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি শ্রমিকবান্ধব নন। শিল্পকারখানা চালুর নামে এ আওয়ামী লীগ কোটি কোটি টাকা লুটপাট করে শিল্পাঞ্চলকে ধ্বংসস্তুপে পরিণত করেছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার হাতে গণতন্ত্র, বাকস্বাধীনতা, গণমাধ্যম কিছুই নিরাপদ নয়। বিগত ১৫ বছরে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছিল আওয়ামী লীগ।’

তিনি আরো বলেন, ‘খালিশপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস জ্বালিয়ে দিয়ে প্রমাণ করেছিল আওয়ামী লীগের কাছে এদেশের কোনো মানুষই নিরাপদ নয়। জামায়াত-শিবির নিষিদ্ধ করে শেখ হাসিনা নিজেই নিষিদ্ধ হয়েছেন। দেশত্যাগে বাধ্য হয়েছেন। সুতরাং আল্লাহর ইচ্ছার ওপর কারো ইচ্ছা যে পূরণ হয় না সেটি এর বড় প্রমাণ। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে মিলগুলো চালু করে আবারো খালিশপুর শিল্পাঞ্চলের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার দাবি জানান।’

খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, শ্রামিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান ও খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির

সকল