২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনালের উদ্বোধন

বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনালের উদ্বোধন - ছবি : ইউএনবি

বেনাপোল স্থলবন্দরে ‘কার্গো ভেহিকেল টার্মিনাল‘র উদ্বোধন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় টার্মিনালের উদ্বোধন শেষে বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা।

সাখাওয়াত হোসেন বলেন, ‘ভারতীয় পণ্য বোঝাই ট্রাকগুলো কার্গো ভেহিকেল টার্মিনালে রাখা হবে। একইসাথে ভারতে রফতানিমুখী বাংলাদেশী পণ্যবোঝাই ট্র্যাকগুলো এখানে ইয়ার্ডে অবস্থান করবে। তবে ভারতীয় পণ্যবোঝাই ট্রাকের চেয়ে ভারতে রফতানির জন্য পণ্যবোঝাই বাংলাদেশী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে এখানে অবস্থান করতে পারবে।’

এ সময় উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব), যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বেনাপোল কাস্টমসের কমিশনার মো. কামরুজ্জামান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক, ড. রাজীব হাসান, শার্শা উপজেলা এসিল্যান্ড (ভূমি) নুসরাত জাহান, বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান প্রমুখ।

পরে বন্দর অডিটোরিয়ামে স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারী ও বন্দর ব্যবহারকারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ গাড়ি আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। আর বাংলাদেশী রফতানি পণ্য নিয়ে ১৫০ থেকে ২০০ গাড়ি প্রতিদিন ভারতের প্রবেশ করে। পণ্যবোঝাই গাড়িগুলো বেনাপোল বন্দরে প্রবেশের পর রাখার নির্দিষ্ট জায়গা না থাকার কারণে প্রতিনিয়ত বেনাপোল বন্দরে যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার কার্গো ভেহিকেল টার্মিনালটি চালু হওয়ার ফলে একসাথে এই টার্মিনালে ১৫০০ পণ্যবাহী ট্রাক রাখা যাবে। এর ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে এবং সীমান্ত বাণিজ্য ও রাজস্ব আয় বাড়বে বলে মনে করি।

প্রকল্পের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান আলি জানান, ৪১ একর জমির ওপর এই কার্গো ভেহিকেল টার্মিনাললের নির্মাণ কাজটি ৩২৯ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement