২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বেনাপোল বন্দরে কার্গো ইয়ার্ড টার্মিনাল উদ্বোধন

ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন - ছবি : নয়া দিগন্ত

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে পণ্যজট কমাতে ও বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মিত ‘কার্গো ভেহিকেল টার্মিনাল’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন টার্মিনালটি উদ্বোধন ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ভারতীয় আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাকগুলো এ কার্গো ইয়ার্ডে রাখা হবে। সেইসাথে ভারতে রফতানিমুখী বাংলাদেশী পণ্যবোঝাই ট্র্যাকগুলো এ ইয়ার্ডে অবস্থান করবে। তবে ভারতীয় পণ্যবোঝাই আমদানিকৃত ট্রাকের চেয়ে ভারতে রফতানিমুখী বাংলাদেশী ট্রাকগুলো অগ্রাধিকারভিত্তিতে এখানে অবস্থান করতে পারবে।

এ সময় নৌ-মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব), যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বেনাপোল কাস্টমসের কমিশনার মো: কামরুজ্জামান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক ড. রাজীব হাসান, শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা নুসরাত ফারিয়া, বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, ‘বেনাপোল দেশের সবচেয়ে বড় স্থলবন্দর। এই বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন পাঁচ শ’ থেকে ছয় শ’ গাড়ি আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে এবং বাংলাদেশী রফতানি পণ্য নিয়ে দেড় শ’ থেকে দুই শ’ গাড়ি প্রতিদিন ভারতে প্রবেশ করে। পণ্যবোঝাই গাড়িগুলো বেনাপোল বন্দরে প্রবেশের পর রাখার নির্দিষ্ট জায়গা না থাকায় প্রতিনিয়ত বেনাপোল বন্দরে যানজটের কবলে পড়তো। আজ কার্গো ইয়ার্ড চালু হওয়ার ফলে একসাথে এই টার্মিনালে বারো শ’ থেকে পনেরো শ’ পণ্যবাহী ট্রাক রাখা যাবে। এর ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে, সীমান্ত বাণিজ্য ও রাজস্ব আয় বাড়বে বলে মনে করি।’

এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান আলি জানান, তিন শ’ ২৯ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালের নির্মাণ কাজ শেষ হওয়ায় আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।


আরো সংবাদ



premium cement