কুষ্টিয়ায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজিবি
- মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
- ১৩ নভেম্বর ২০২৪, ২১:৩৫
কুষ্টিয়ার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বুধবার (১৩ নভেম্বর) উপজেলার দৌলতপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা দেয়া হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) দৌলতপুর উপজেলার উদয়নগর বিওপি পরিদর্শন করেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এবং দরিদ্র চারটি পরিবারের মাঝে ৬০হাজার টাকা এবং দু’টি পরিবারের মাঝে ৪০ হাজার টাকা করে সর্বমোট এক লাখ টাকা আর্থিক সহায়তা দেন। পরে স্থানীয় জনগণকে বিজিবির পক্ষ থেকে সাধ্যানুযায়ী সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
কুষ্টিয়া সেক্টর সদর দফতরের সেক্টর কমান্ডার কর্নেল মো: মারুফুল আবেদীন এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমানসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমান জানান, ৭ নভেম্বর কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক মো: আমিনুল হক ভূঁইয়ার কুষ্টিয়া সফরকালে বিজিবির পক্ষ থেকে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। ওই সাক্ষাতে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় মহাপরিচালক দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদানের পাশাপাশি তাৎক্ষণিকভাবে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ কার্যক্রমের অংশ হিসেবে নদী ভাঙনের হাত থেকে উদয়নগর বিওপি এবং পাশের এলাকার অস্তিত্ব রক্ষায় ইতোমধ্যে ৩৭০ মিটার নদী তীরবর্তী অংশে ৫৩ হাজার ৩৫৭টি জিও ব্যাগ এবং এক হাজার ৫৯১টি টিউব ব্যাগ দেয়া হয়েছে। আরো ১৭৩ মিটার অংশে জিও ব্যাগ এবং টিউব ব্যাগ দেয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা