০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

কুষ্টিয়ায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজিবি

কুষ্টিয়ায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজিবি - ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 

বুধবার (১৩ নভেম্বর) উপজেলার দৌলতপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা দেয়া হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) দৌলতপুর উপজেলার উদয়নগর বিওপি পরিদর্শন করেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এবং দরিদ্র চারটি পরিবারের মাঝে ৬০হাজার টাকা এবং দু’টি পরিবারের মাঝে ৪০ হাজার টাকা করে সর্বমোট এক লাখ টাকা আর্থিক সহায়তা দেন। পরে স্থানীয় জনগণকে বিজিবির পক্ষ থেকে সাধ্যানুযায়ী সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

কুষ্টিয়া সেক্টর সদর দফতরের সেক্টর কমান্ডার কর্নেল মো: মারুফুল আবেদীন এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমানসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমান জানান, ৭ নভেম্বর কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক মো: আমিনুল হক ভূঁইয়ার কুষ্টিয়া সফরকালে বিজিবির পক্ষ থেকে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। ওই সাক্ষাতে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

আলোচনায় মহাপরিচালক দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদানের পাশাপাশি তাৎক্ষণিকভাবে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ কার্যক্রমের অংশ হিসেবে নদী ভাঙনের হাত থেকে উদয়নগর বিওপি এবং পাশের এলাকার অস্তিত্ব রক্ষায় ইতোমধ্যে ৩৭০ মিটার নদী তীরবর্তী অংশে ৫৩ হাজার ৩৫৭টি জিও ব্যাগ এবং এক হাজার ৫৯১টি টিউব ব্যাগ দেয়া হয়েছে। আরো ১৭৩ মিটার অংশে জিও ব্যাগ এবং টিউব ব্যাগ দেয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায়

সকল