২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুষ্টিয়ায় বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার সিদ্ধান্ত, কাল থেকে কার্যকর

আগামীকাল থেকে কার্যকর - ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ায় শিক্ষার্থীদের সপ্তাহের পাঁচ দিন বাসভাড়া অর্ধেক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলার পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলো।

আগামীকাল বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম।

হাসান আবুল ফজল সেলিম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার নেতাদের সাথে একাধিকবার বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে তিনটি সংগঠনের সমন্বিত সিদ্ধান্ত সর্বসাধারণকে জানিয়ে দেয়া হয়েছে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কুষ্টিয়া জেলার মধ্যে চলাচলরত সব লোকাল বাসে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকার নির্ধারিত ভাড়ার অর্ধেক দিয়ে চলাচল করতে পারবেন। তবে এ সময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন না। এছাড়া পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার ১০ দিন আগে ও ১০ দিন পরে হাফ ভাড়া প্রযোজ্য হবে না।’

এতে আরো জানানো হয়েছে, ‘এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা কমিটির সাথে এবং বাসমালিক ও শ্রমিকেরা নিজ নিজ সমিতির সাথে যোগাযোগ করবেন।’

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল, জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মহসিন আলী এবং কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান জানান, ‘আগস্ট মাস থেকেই জেলার শিক্ষার্থীদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছিল। সকলের সম্মতিক্রমে অবশেষে শিক্ষার্থীদের এ দাবি মেনে তা কার্যকর হচ্ছে। শিক্ষার্থীরা যাতে শর্তগুলো মেনে যাতায়াত করেন সেই ব্যাপারে সবার সহযোগিতা চান তিনি।’


আরো সংবাদ



premium cement
সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আইসিইউ ইউনিট উদ্বোধন ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ১০৭৯ পার্থ টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত ব্যবসায়ী জালাল উদ্দীন হত্যা : শেখ হাসিনাসহ ১২৯ জনের নামে মামলা ডিসেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন চলবে ঢাকা-নড়াইল-খুলনা রুটে

সকল