১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্বজন ভেবে লাশ বাড়িতে নেয়ার পথেই ‘নিহত নারীর’ ফোন

সেলিনা বেগমের লাশ - সংগৃহীত

স্বজন ভেবে সড়ক দুর্ঘটনায় নিহত নারীর লাশ নিয়ে বাড়ি ফিরছিল পরিবারের লোকজন। পথিমধ্যে ‘নিহতের’ ফোন, তিনি মরে যাননি, বেঁচে রয়েছেন।

আকষ্মিক লাশবাহী ভ্যানে নিস্তব্ধতা। ভ্যান ঘুরিয়ে নেয়া হয় থানায়।

সোমবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত এক নারীর পরিচয় নিয়ে তৈরি হয় ভ্রান্তি। তাৎক্ষণিক লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

এদিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সড়কের তালা উপজেলার সীমান্তবর্তী আঠারোমাইলের কাঞ্চনপুর এলাকায় ওই নারীকে রাস্তার পাশ থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তালা উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মরহুম জনাব আলী নিকারীর সন্তানরা লাশটি তাদের বোন রাজিয়ার (৩৫) বলে শনাক্ত করে। তারা লাশ বাড়ি নেয়ার দাবি জানায়। পরে তালা থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদুজ্জামান পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় লাশটি রাজিয়ার বলে নিশ্চিত হয়ে হস্তান্তর করেন।

এরপর রাজিয়ার লাশ ভেবে ভ্যান নিয়ে তালার জেয়ালাস্থ বাড়িতে রওনা দেয় তারা। পথে হাজরাকাটি বাজার পৌঁছলে লাশবাহী রাজিয়ার বোনের মোবাইল ফোনে কল আসে রাজিয়ার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে। ফোনে রাজিনা জানান, জীবিকার প্রয়োজনে এক রাজমিস্ত্রীর সাথে দূরে গেছেন। তাই রাতে বাড়ি ফিরতে পারবেন না।

ফোনের অপর প্রান্তের কণ্ঠ চিনতে পারেন রাজিয়ার বোন। এরপর তারা বিষয়টি নিশ্চিত হওয়ার পর লাশবাহী ভ্যানটিকে নেয়া হয় তালা থানায়।

রাজিয়ার পরিবার জানায়, দুর্ঘটনায় লাশের মুখ বিকৃত হওয়ায় পরনের বোরখা, ওড়না ও শরীরের গঠন দেখে তারা অনেকটা নিশ্চিত হন যে লাশটি তাদের বোন রাজিয়ার।

পরে লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআইয়ের সহযোগিতা চায় পুলিশ। এরপর তারা নিশ্চিত হয় যে লাশটি পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের কাজিমুছা-রামচন্দ্র নগরের জহর হালদারের মেয়ে সেলিনা বেগমের (৩৯)।

সেলিনার ভাই বেলায়েত হালদার জানান, সেলিনা তাদের সবার ছোট বোন। সে মানসিক রোগী, বিভিন্ন সময় বাড়ির কাউকে না জানিয়ে এদিক-সেদিক চলে যান। সর্বশেষ দু’দিন আগে বাড়ি থেকে বেড়িয়ে আর ফেরেননি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, পরিবারের লোকের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সোনাগাজীতে উপজেলা যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার কুবিতে পিএইচডি ও এমফিল চালুর সিদ্ধান্ত প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ‘আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলার বাদীদের শাস্তির দাবি’ ঢাবি ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনায় বিশেষ কমিটি গঠন খুলনায় আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণচন্দ্রকে ডিম নিক্ষেপ মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে : আসিফ নজরুল নুর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা : চিফ প্রসিকিউটর কার্যালয় পুলিশ বাহিনীর নিজেদের প্রমাণ করার এখনই সময় : স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু ঘটলে আন্তর্জাতিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরা হয় : আসিফ নজরুল

সকল