২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শার্শা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৩ নারী আটক

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশী নারীকে আটক করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

যশোরের শার্শা রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশী নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২১ বিজিবি) অধীনস্থ রুদ্রপুর ক্যাম্পের সদস্যরা।

বুধবার ভোরে তাদেরকে আটক করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেননি তারা।

আটকরা হলেন কক্সবাজার কুতুবদিয়া থানার আব্দুল হাদী শিকদার পাড়া আলী আকবর দেইল এলাকার মরহুম শাহ আলম হাওলাদারের মেয়ে শারমিন আক্তার (৫৩) এবং একই এলাকার কামরুল হাসানের মেয়ে সানজিদা আক্তার (১৫) ও মোছা: তানজিনা আক্তার (১৬)।

রুদ্রপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউজজামান মোবাইল ফোনে জানান, বুধবার ভোরে ২১ বিজিবির অধীনস্থ রুদ্রপুর বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) মেইন পিলার ১৭/০৭ এস-এর ৩৬-আর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে একটি ডিপ মেশিন ঘর নামক স্থান থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় তিনজন নারীকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে তারা জানান যে ভালো কাজের আশায় ভারতে যাচ্ছিলেন।

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement