১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাগেরহাটে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ নিহত ২

বাগেরহাটে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ নিহত ২ -

বাগেরহাটের মোল্লাহাটে একটি প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালকসহ দু’জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে প্রাইভেটকারে থাকা অপর তিন যাত্রী।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের মাদরাসাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা প্রাইভেটকারচালক তারেক এবং একই উপজেলার তুজারভাঙ্গা গ্রামের বাসিন্দা যাত্রী রিয়াদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রাইভেটকারের থেকে চালকের লাশ এবং আহত চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। আহতদের প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে হাবিবুর রহমানের অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু জানান, মঙ্গলবার ভোরে ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় প্রাইভেটকারটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে চালক তারেক নিহত হন। আহত অবস্থায় চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, প্রাইভেটকারে মোট পাঁচজন যাত্রী ছিল। ঘটনার পর নিহত দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement