১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মোংলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

অভিযানের প্রথম দিন ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের জমির ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে পুরাতন বন্দর এলাকার মেরিন ড্রাইভ সড়কের দু’ পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করেছেন বন্দর কর্তৃপক্ষ। এ সময় দু’ একর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ৭০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো: নুরুজ্জামান ও উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো: মাকরুজ্জামানসহ বন্দরের সম্পত্তি শাখার কর্মকর্তারা।

এ কার্যক্রম পরিচালনা করেন বন্দর কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার। তিনি বলেন, ‘অভিযানের প্রথম দিন সোমবার ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে বন্দরের দু’ একর জমি উদ্ধার করা সম্ভব হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বন্দর কর্তৃপক্ষের ১০ একর জমিতে ১১৭০টি অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে বাকি সকল জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন্দরের বেদখল জমি উদ্ধার করা হবে।’

এর আগে, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে পুরাতন মোংলা বন্দর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু তারপর থেকে আবারো প্রভাবশালীরা বন্দরের জমি জবর-দখল করে অসংখ্য স্থাপনা গড়ে তোলেন। বিভিন্ন সময়ে বারবার অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষ নোটিশ করলেও তা আমলে নেননি অসাধু দখলদারেরা। পরে বন্দরের সম্পত্তি উদ্ধারে এ উচ্ছেদ অভিযান শুরু করেছেন কর্তৃপক্ষ। এ অভিযান চলমান থাকবে, বন্ধের কোনো শঙ্কা নেই বলেও জানান কর্তৃপক্ষ।


আরো সংবাদ



premium cement
কিশোরগঞ্জে যুবকের লাশ উদ্ধার, স্ত্রী আটক শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সাথে ব্রাজিলের সেকেন্ড লেডির বৈঠক দুই উপদেষ্টার অপসারণসহ ১২ দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেই বাজার করি, চাপে আছি : খাদ্য উপদেষ্টা পাবনায় তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষার্থী নিহত বাংলাদেশের সাথে সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী আজারবাইজান গত এক সপ্তাহে হিজবুল্লাহর ২০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন গ্রেফতার ছাত্র আন্দোলনে নিহত শহীদ মিরাজের লাশ ৯৮ দিন পর উত্তোলন ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের কর্মকর্তাকে মারধর করে চাবিসহ ব্যাগ ছিনতাই

সকল