১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুষ্টিয়ার মিরপুরে প্রতিপক্ষের গুলিতে নিহত ১

কুষ্টিয়ার মিরপুরে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ - নয়া দিগন্ত

কুষ্টিয়ার মিরপুরে পূর্ববিরোধ, চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও গুলিতে তৌহিদ সর্দার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আরো আহত হয়েছে অন্তত ১০ জন।

রোববার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তৌহিদ সর্দার নওদা খাদিমপুর এলাকার মরহুম মোজাহার সর্দারের ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে পূর্ববিরোধ, এলাকায় চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নওদা খাদিমপুর এলাকার গায়েন বংশের সাথে সর্দার বংশের বিরোধ চলে আসছে। শনিবার গায়েন বংশের কয়েকটি ছেলে স্কুলে যাওয়ার পথে সর্দার বংশের লোকজন তাদের মারধর করে। রোববার সকালে সর্দার বংশের লোকজন মাঠে কাজ করতে যাওয়ার পথে আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে গায়েন বংশের লোকজন তাদের ওপর গুলিবর্ষণসহ হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তৌহিদ সর্দারের মৃত্যু হয়। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।

বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, পূর্ববিরোধ, চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন নিহত হয়েছে। এছাড়ার বেশ কয়েকজন আহত হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, দীর্ঘ দিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নওদা খাদিমপর এলাকার গায়েন বংশের সাথে সর্দার বংশের বিরোধ চলে আসছে। এরই জের ধরে এই হতাহতের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement