সরকারকে বিব্রত করতে একের পর এক হত্যাকাণ্ড : যশোর জামায়াত
- যশোর অফিস
- ০৮ নভেম্বর ২০২৪, ১৩:০৩
যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল অভিযোগ করেছেন, বর্তমান সরকারকে বিব্রত করতে দেশের বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হচ্ছে।’
শুক্রবার বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের অংশ হিসেবে গত ৪ নভেম্বর যশোর শহরতলির খোলাডাঙ্গায় জামায়াত নেতা আমিরুল ইসলাম সজলকে খুন করা হয়েছে। আওয়ামী লীগ আশ্রিত সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কয়েকদিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত মূল খুনিদের আটক করতে পারেনি। এ কারণে এলাকার মানুষ আতঙ্কিত।’
সংবাদ সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করলেও সেটি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না। জনগণের প্রত্যাশা পূরণে তাদের আরো বেশি ভূমিকা রাখতে হবে। এখনই সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করতে না পারলে ভবিষ্যতে তারা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে।’
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমির বেলাল হুসাইন, সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, রেজাউল করিম ও অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ অবিলম্বে সজলের মূল ঘাতকদের গ্রেফতারের দাবি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা