গাংনীতে কলেজছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেফতার
- গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
- ০৭ নভেম্বর ২০২৪, ১০:৪৩
মেহেরপুরে কলেজছাত্রী অপহরণ মামলার আসামি শিমুল হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার শিমুলকে আদালতে হস্তান্তর করা হবে। এর আগে বুধবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশের একটি টিম উপজেলা শহর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
শিমুল গাংনী উপজেলার ধানখোলা মাঠপাড়া এলাকার রাইতাল হোসেনের ছেলে।
মামলার তদন্তকারী অফিসার মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিকাশ মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, মেহেরপুর সদর থানার কালিগাংনী গ্রামের ছহিরুল ইসলামের মেয়ে কলেজছাত্রী সাদিয়া আক্তারকে অপহরণের অভিযোগ এনে তার বাবা ছহিরুল ইসলাম একটি অপহরণ মামলা দায়ের করেন।
তবে মামলার আসামি শিমুল হোসেন দাবি করেন, ‘সাদিয়ার সাথে আমার দীর্ঘ প্রেমের সম্পর্ক থাকায় তাকে নিয়ে গত ঈদের দিনে মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিলাম। কাথুলি-গাংনী সড়ক দিয়ে ভাটপাড়া ইকোপার্কে আসার সময় রাস্তার কালভার্টের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় শিকার হই। এ সময় সাদিয়া গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী, কুষ্টিয়া, রাজশাহী ও পরে ঢাকা মেডিক্যালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিল। সেখানে আমরা টাকা পয়সা দিয়ে চিকিৎসা করিয়েছি। বর্তমানে সে জ্ঞানহীন অবস্থায় রয়েছে। এর মধ্যে আমার নামে অপহরণ মামলা করেছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা