০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা আটক

- ছবি : নয়া দিগন্ত

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় মো: তাজউদ্দীন (৫৩) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়।

তাজউদ্দিন ভোলার বোরহান উদ্দিন সদর থানা ও ৭ নম্বর বোরহান উদ্দিন পৌরসভা এলাকার আব্দুল গনির ছেলে এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

জানা গেছে, তাজউদ্দীন ভোলার সদর থানার বিস্ফোরক মামলার আসামি। গত ২ অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা হয়। ওই মামলার পরিপেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার এবং আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, ‘আগে থেকে আমাদের কাছে গোপন সংবাদ ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহারভুক্ত এক আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে এলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাজউদ্দীনের নিজ এলাকা খোঁজ নিলে জানা যায় তিনি বিস্ফোরক মামলার একজন এজাহারভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয় এবং সমস্ত কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement