১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

রেগুলার শিক্ষার্থীদের ছাত্রদলের নেতৃত্বে আনা হবে : সাধারণ সম্পাদক

বক্তব্য রাখছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির - ছবি : নয়া দিগন্ত

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ‘একুশ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ও দখলদারিত্ব মুক্ত রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের অংশীদারের প্রয়োজন আছে। আমরা সেই অংশীদারের রাজনীতি করতে চাই। শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে রাজনীতি করতে চাই। গেস্টরুম কালচার ও সিট বাণিজ্যের রাজনীতি ছাত্রদল চায় না। ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য অতীতে কাজ করেছে এবং আগামীতেও করবে। সংগঠনের স্ট্রাকচার অনুযায়ী রেগুলার শিক্ষার্থীদের নেতৃত্বে আনা হবে।’

মঙ্গলবার (৫ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রদল সম্পাদক এসব কথা বলেন।

এদিন সকাল সাড়ে ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন প্রমুখ।


আরো সংবাদ



premium cement