২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাগেরহাটের বিএনপি নেতাকে গুলি করে হত্যা

সজিব তরফদার - নয়া দিগন্ত

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত নেতা সজিব তরফদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময়ে সজিবের সাথে মোটরসাইকেলে থাকা দু’জন আহত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মির্জাপুর জামে মসজিদের কাছে এ ঘটনা ঘটে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইদুর রহমান জানান, এদিন দুপুরে সজিব তরফদার বাগেরহাটে জেলা বিএনপির কার্যালয়ে ৭ নভেম্বরের অনুষ্ঠানের প্রস্তুতি সভা শেষে ডেমা গ্রামে ফিরছিলেন। তারা দু’টি মোটরসাইকেলে তিনজন ছিলেন। একটি মোটরসাইকেলে সজিব চালাচ্ছিলেন। তারা মির্জাপুর জামে মসজিদের কাছে এলে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা সজিবকে গুলি ও কুপিয়ে আহত করে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সজিবের লাশ, গুলির খোসা, সজিবের মোটরসাইকেল ও আরো দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিক মামলায় নির্যাতিত হয়েছিলেন সজিব। গত ৫ আগস্টের পর ডেমা গ্রামে অর্ধশত চিংড়ি ঘের, মানুষের গুরু, মহিষ ও জমি দখলের অভিযোগ ওঠে সজিবের বিরুদ্ধে। পরে সজিবকে দল থেকে বহিষ্কার করেন জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম।


আরো সংবাদ



premium cement