চৌগাছায় কপোতাক্ষ নদে ডুবে শিশুর মৃত্যু
- চৌগাছা (যশোর) সংবাদদাতা
- ০৪ নভেম্বর ২০২৪, ১৬:৫৯
যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদে ডুবে হুসাইন আহমেদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে পৌর এলাকার কংশারীপুর গ্রামের নিচে কপোতাক্ষ নদের ঘাটে এ ঘটনা ঘটে।
শিশু হুসাইন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকার বেলেমাঠ মাঠপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। চার-পাঁচ মাস আগে তারা দর্শনা থেকে চৌগাছায় আসেন আব্দুর রহমান। তারা চৌগাছা পৌর এলাকার কংশারীপুর গ্রামে ইউছুফ আলী মৃধার বাড়িতে ভাড়ায় থাকেন।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে কপোতাক্ষ নদে বন্ধুদের সাথে গোসল করতে যায় হুমাইন। গোসল শেষে বন্ধুরা সবাই বাড়ি ফিরে গেলেও সে আর ফেরেনি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা নদের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা সরকারি মডেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহিদুর রহমান ইমন বলেন, হাসপাতালে আনার আগেই শিশু হুসাইন আহমেদের মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান।