২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফ্যাসিস্টদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে : মোবারক হোসাইন

- ছবি : নয়া দিগন্ত

ফ্যাসিস্টদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, ‘আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের জনগণকে সাথে নিয়ে পতিত স্বৈরাচারের দোসরদের যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ ভূমিকা নিতে ব্যর্থ হলে দেশী-বিদেশী আগ্রাসন দেশকে ধ্বংস করে দিতে পারে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার ও দেশবাসীকে তিনি সতর্ক থাকার আহ্বান জানান তিনি।’

রোববার (৩ নভেম্বর) কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে জেলা ও উপজেলা নেতাদের নিয়ে আবদুল ওয়াহিদ রহ: মিলনায়তনে এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন, বিশেষ অতিথির বক্তব্য দেন অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীনসহ জেলার অন্য নেতারা।

এ সময় মোবারক হোসাইন বলেন, ‘গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর জনগণ বুঝতে পেরেছে জামায়াতে ইসলামী একটি গণমানুষের দল। দেশের সকল প্রাকৃতিক দুর্যোগে জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করেছে। অথচ বিগত বছরগুলোতে আমাদেরকে সমাজ ও মানুষের পাশে দাঁড়াতে দেয়া হয়নি।’

বিশেষ অতিথির বক্তব্যে একে এম আলী মুহসীন বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আদর্শ রাষ্ট্র গঠনে প্রতিবিপ্লব রুখে দিতে হবে।’

জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দারের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির জনাব আবদুল গফুর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন ও শাহজাহান আলী মোল্লা।

সমাপনী বক্তব্যে জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম মেহমানসহ সমাবেশে অংশ নেয়া সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement