০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

স্বৈরাচারের স্মৃতি মাথায় রেখে রাজনীতি করতে হবে : শামসুজ্জামান দুদু

স্মরণ সভায় বক্তব্য দিচ্ছেন শামসুজ্জামান দুদু - ছবি : নয়া দিগন্ত

স্বৈরাচারের স্মৃতি মাথায় রেখে রাজনীতি করতে হবে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘শেখ হাসিনা ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছেন। জনগণ তাকে ক্ষমা করবে না। তাই ঐক্যবদ্ধ থেকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘১৯৭২ সাল থেকে ১৯৭৫ পর্যন্ত শেখ মুজিব বাংলাদেশে নির্বিচারে রাজনৈতিক বিরোধীদের হত্যা করেছিলেন। ৪০ হাজার মানুষকে হত্যা করেছিল রক্ষীবাহিনী। শেখ হাসিনাও তার বাবার মতো মানুষ হত্যা করে ক্ষমতায় চিরদিন থাকার দুঃস্বপ্ন দেখেছিলেন। দীর্ঘ ১৬ বছরে কয়েক হাজার রাজনৈতিক নেতা-কর্মীকে হত্যা-গুম করেছেন।’

শনিবার (২ নভেম্বর) বিকালে ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা ভেবেছিলেন তার কখনো পতন হবে না। দেশের হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে বেগমপাড়া বানিয়েছেন শেখ হাসিনা ও তার লোকেরা। বেগম খালেদা জিয়া বলেছিলেন, হাসিনা দেশটাকে ধ্বংস করে এক দিন পালাবে। আজ হাসিনা চোরের মত পালিয়ে গেছেন।’

তিনি আরো বলেন ‘মসিউর রহমান ঝিনাইদহ গড়ার কারিগর। তিনি উন্নয়নে যেমন এগিয়ে ছিলেন, রাজনীতিতেও তিনি ছিলেন সেরা। মসিউর রহমান সংসদে বক্তব্য দিলে মানুষ অবাক হয়ে শুনতেন।’

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘আগামী নির্বাচনে তারেক রহমানকে বিজয়ী করতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে।’

ইনশাআল্লাহ, নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিপুল ভোটে বিএনপি সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।’


আরো সংবাদ



premium cement