০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমারখালীতে বর্ণিল আয়োজন

নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমারখালীতে বর্ণিল আয়োজন - নয়া দিগন্ত

দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠার দুই দশক পূর্তি উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার পৌর বাস টার্মিনাল-সংলগ্ন কুমারখালী প্রেসক্লাবের সামনে থেকে র‍্যালি বের হয়ে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক হয়ে পৌর বাজার সড়ক পদক্ষীণ শেষে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নয়া দিগন্তের সংবাদদাতা ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভার উদ্বোধন ঘোষণা করেন কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, উপজেলা জামায়াতের আমির আত্তাফ উদ্দিন, নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুমারখালী যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন, কবি সোহেল আমিন বাবু, নাট্যকার লিটন আব্বাস, সাহিত্যিক এস এম আফজাল হোসেন, বৈশাখী টিভির কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, দৈনিক সংগ্রামের মাহমুদ শনীফ, যমুনা টিভির রুহুল আমিন বাবু, জি টিভির কাজী সাইফুল, কুষ্টিয়া জেলা শিবির সভাপতি ইমরান হোসেন, থানা সভাপতি ইসরাইল হোসেন, ছাত্রদলের সদস্য সচিব আবু কাওসার অপু প্রমুখ।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও মাইটিভির কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর ও মাই টিভি প্রতিনিধি এবং কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমির।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক ও দৈনিক শিকলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহাফুজুর রহমান, এশিয়ান টিভির পুলক সরকার, কুমারখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মনোনয়ন হোসেন, জাকের আলী শুভ, সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম সবুজ, পার্থ সারথী ঘোষ, প্রচার সম্পাদক নয়ন শেখ, দফতর সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ মাহামদুল হাসান, আনন্দ টিভির মোস্তাফিজুর রিগান, শিকল প্রতিনিধি লিটন হোসেন, সাংবাদিক পলাশ কুমার ঘোষ, মিজানুর রহমান, আরকে জামান রিপন, রবিন, তরিকুল, সাকিব, হাসান আলী, মেজোর হোসেন, মোমিন হোসেন, চিতা, ফ্যামিলি কেয়ারের সুজায় চাকী, বিশ্বাস চক্ষু হাসপাতালের সুরুজ আলী বিশ্বাস, লোটান হাসপাতালের বিশ্বজিৎ প্রমুখ।

আলোচনা শেষে দৈনিক নয়া দিগন্তের ২০তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।


আরো সংবাদ



premium cement

সকল