দেশের একমাত্র প্রজনন কেন্দ্রে বিষক্রিয়ায় ২০ মহিষের মৃত্যু
- বাগেরহাট প্রতিনিধি
- ৩১ অক্টোবর ২০২৪, ১৮:১৬
বাগেরহাটের ফকিরহাটে দেশের একমাত্র মহিষ উন্নয়ন ও প্রজনন কেন্দ্রে ২০টি মহিষের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সকালে এ মহিষগুলো একের পর এক মারা গেছে বলে জানাতে পারেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, ‘দীর্ঘদিন আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে নিম্নমানের খাবার সরবরাহ করা হয় এবং ওই খাবারে বিষক্রিয়ার কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।’
তবে অফিস কর্তৃপক্ষ বলছে তদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা সম্ভব হবে।
এ বিষয় জানতে চাইলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, ‘মহিষের খাবার সরবরাহ করার জন্য যে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেয়া হয়েছে তারা নিন্মমানের খাবার সরবরাহ করেছে, সেই নিম্নমানের খাবারের মধ্যে বিভিন্ন ধরনের বিষযুক্ত খাবার ছিল। সেই খাবার খেয়েই এ মহিষগুলোর মৃত্যু হয়েছে।’
মহিষগুলোর মৃত্যুর কারণ জানতে চাইলে খামারটির ম্যানেজার আহসান হাবীব জানান, ‘এখনো পর্যন্ত মৃত্যুর সঠিক কোনো কারণ জানতে পারিনি। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
উল্লেখ্য, ৮০ একর জায়গার ওপর ১৯৮৪-৮৫ সালে ১১১টি বিভিন্ন জাতের মহিষ নিয়ে শুরু হয় এ প্রজনন কেন্দ্রের যাত্রা। তবে বর্তমানে খামারের জায়গার পরিমাণ রয়েছে প্রায় ৯০ একর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা