২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জীবননগরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালাল নারী আসামি

জীবননগরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালাল নারী আসামি - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগর পুলিশের চোখ ফাঁকি দিয়ে মনোয়ারা খাতুন (৩০) নামের এক নারী আসামি পালিয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে থানা ক্যাম্পাস থেকে মাদক মামলার ওই নারী আসামি থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালাতে সক্ষম হয়।

পলাতক আসামি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মন্ডলের মেয়ে।

জানা যায়, বুধবার সকালে উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেন্সিডিল ও একটি সুজুকি জিকজার মোটরসাইকেলসহ আসামি মনোয়ারা খাতুন ও তার সাথী নাজমুল হুদাকে বিজিবি সদস্যরা আটক করে। পরে বিজিবি সদস্যরা তাদেরকে থানা পুলিশে সোপর্দ করেন।

চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামি মনোয়ারা খাতুনকে থানার নারী ও শিশু ডেস্কের রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালের দিকে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানোর কথা ছিল।

চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম আরো বলেন, ‘নারী আসামিদের নারী ও শিশু ডেস্কের রাখা হয়। বৃহস্পতিবার ৬টার দিকে বাথরুমে যাওয়ার কথা জানিয়ে থানা থেকে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। এ সময় ডিউটিরত অফিসার চা পান করতে যান। থানার গেটেও তখন কেউ ছিলেন না। পালিয়ে যাওয়া আসামি মনোয়ারা ধরতে পুলিশি অভিযান চলছে। আশা করছি দ্রুতই তাকে গ্রেফতার করা হবে। তার বিরুদ্ধে থানায় বিজিবি পক্ষে মাদক মামলা রয়েছে। এর পাশাপাশি আমাদের পক্ষে আরো একটি মামলা রুজু করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement
২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আইসিইউ ইউনিট উদ্বোধন ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ১০৭৯ পার্থ টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত ব্যবসায়ী জালাল উদ্দীন হত্যা : শেখ হাসিনাসহ ১২৯ জনের নামে মামলা ডিসেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন চলবে ঢাকা-নড়াইল-খুলনা রুটে নারায়ণগঞ্জে ১৬ কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার গলাচিপায় জালে ধরা পড়ল ২০০ বছরের জলপাইরঙ্গা কাছিম

সকল