যশোরে গৃহবধূর লাশ উদ্ধার
- যশোর অফিস
- ৩১ অক্টোবর ২০২৪, ১৫:৩০
যশোরে শাহানারা বেগম সানা (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে, একই দিন সকালে নিজ বাড়ি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার পর থেকে বাড়ির ভাড়াটিয়া বাবলা ও তার খালাতো ভাই সুমন পলাতক রয়েছে। তবে, নিহতের ছেলে সোহেল সন্দেহ করছেন হত্যাকাণ্ডে তারা জড়িত থাকতে পারে।
শাহানারা বেগম শহরতলির শেখহাটি আদর্শপাড়ার ইজিবাইকচালক আতিয়ার রহমানের স্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্বামী আতিয়ার, ছেলে ইউসুফ ও সোহেল ঘরের তালা ভেঙে প্রবেশ করে সানা বেগমের রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি কোতোয়ালি থানাকে জানালে পুলিশ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে সানা বেগমের স্বামী আতিয়ার, ছেলে ইউসুফ ও সোহেল জানান, ‘তাদের বাড়ির ভাড়াটিয়া তালবাড়িয়া গ্রামের বাবলা ও তার খালাতো ভাই সুমন এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। তারা তার মাকে হত্যা করে বাড়ির সকল দরজায় তালা লাগিয়ে পালিয়ে গেছে।
তারা দাবি করছেন, যাওয়ার সময় সানা বেগমের শরীরে থাকা স্বর্ণের দুল, চেইন, আংটি ও চুড়ি নিয়ে গেছে। তবে, এলাকার কেউ কেউ এই হত্যাকাণ্ড নিয়ে সন্দেহ করছেন।
ঘটনাস্থল পরিদর্শন করা উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, শাহানারা বেগমের বুকে ও পেটে ছুরিকাঘাত এবং মাথায় আঘাত করে হত্যা করেছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘পরিবারের সদস্যরা ধারণা করছে, শাহানারা হত্যাকাণ্ডে তার বাড়ির ভাড়াটিয়া জড়িত।’
তিনি বলেন, এ কারণে তাদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা