৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

চুয়াডাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত, গ্রেফতার ১

চুয়াডাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত, গ্রেফতার ১ - ছবি : ইউএনবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত বিএনপি নেতা সুলতান (৪৫) সুলতান নাটুদহ ইউনিয়নের খলিশা পাড়া গ্রামের মরহুম আফসার আলী ছেলে ও এক নম্বর ওয়ার্ড (গচিয়ার পাড়া-খলিশা পাড়া) বিএনপির যুগ্ম সম্পাদক।

বুধবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ২৩ অক্টোবর রাত ৯টার দিকে উপজেলার বোয়ালমারী গ্রামের ফকিরপাড়া মোড়ে এ সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে গুরুতর আহত হন ‍সুলতান। পরে ২৮ অক্টোবর সুলতানের ছেলে পলাশ দামুড়হুদা মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি গচিয়ার পাড়া গ্রামের ভরসা আলীর ছেলে সোহরাবকে (৬০) গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিশা পাড়া-গচিয়ার পাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছে।

এ সময় গুরুতর আহত হন সুলতান। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যালে রেফার করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এই ঘটনায় সোহরাব নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলমান রয়েছে।


আরো সংবাদ



premium cement
অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন পাইকগাছায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং অভিযানে জরিমানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু সোমবার পুলিশে চাকরি দিতে ১০ লাখ টাকার চুক্তি, গ্রেফতার ৪ স্পিকারের দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা চুরি যাওয়া অর্থ ফেরতের ব্যাপারে যে অভিমত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বগুড়ায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড রাজনৈতিক ও আমলাতন্ত্র মুক্ত দুর্নীতি দমন কমিশন গঠনের আহ্বান টিআইবির কালিয়াকৈরে পুকুর থেকে নারী ও শিশুর লাশ উদ্ধার গণহত্যাকারী আ’লীগ-হাসিনার কোনো ক্ষমা নেই : মির্জা ফখরুল টানা তৃতীয় দিনের মতো ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতা

সকল