৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

- ছবি : নয়া দিগন্ত

সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রেখেছেন। মূলত বুধবার বিকেল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ বিষয়ে তারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

তিনি আরো জানান, বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজ স্বাভাবিক নিয়মে কার্যক্রম চলছে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ‘ভারতে দীপাবলি উপলক্ষে আজ বৃহস্পতিবার কোনো পণ্য আমদানি-রফতানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম চালু রয়েছে। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা। সেইসাথে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক।

উল্লেখ্য, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৮০ শতাংশই আসে বেনাপোল বন্দর দিয়ে। মাত্র সাত দিনের এলসিতে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আনা যায়। বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। আড়াই ঘণ্টায় চলে আসা যায় চেকপোস্টে। সে কারণে আমদানিকারকরা পণ্য আমদানির জন্য বেনাপোল বন্দর ব্যবহার করে থাকেন। প্রায় আমদানি-রফতানি বন্ধ থাকায় বাজারসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে প্রভাব পড়ে। আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দরে প্রায় শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে থাকে। এসব পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, গার্মেন্টস সামগ্রী ও পঁচনশীল জাতীয় পণ্য থাকে। রফতানি পণ্যের মধ্যে থাকে পাট ও পাটজাত পণ্য এবং মাছ।

এদিকে শুধু অক্টোবর মাসে বিভিন্ন উৎসবে নয় দিন বন্ধ ছিল আমদানি-রফতানি কার্যক্রম। এর মধ্যে ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী, দুর্গা পূজায় ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর টানা পাঁচ দিন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসায় ২৬ ও ২৭ অক্টোবর আমদানি-রফতানি বন্ধ ছিল। সর্বশেষ ৩১ অক্টোবর ভারতে দীপাবলির ছুটিতে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।


আরো সংবাদ



premium cement
ক্ষমতাসীন দলের আমন্ত্রণে চীন যাচ্ছেন বিএনপির ৪ নেতা জীবননগরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালাল নারী আসামি এসিআই ফুডস অ্যান্ড কমোডিটির চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন গাজা যুদ্ধ : ১১ নভেম্বর আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করবে সৌদি আরব জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সিভিল সার্জনের মতবিনিময় ট্রফি নিয়ে ঢাকায় পৌঁছলেন সাফজয়ী নারীরা হজ অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল ‘ইসরাইলি কারাগারে আমাকে সাংবাদিক নয়, শত্রু হিসেবে গণ্য করা হয়েছে’ ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু যশোরে গৃহবধূর লাশ উদ্ধার

সকল