৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

তালায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ২

- প্রতীকী ছবি

সাতক্ষীরার তালায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাইকগাছা-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহাসিন গাজী (৪৮) খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রামের ফজলু গাজীর ছেলে।

আহতরা হলেন একই উপজেলার জোড়সিং গ্রামের তোরাব আলীর ছেলে সাইদুর রহমান (৩৮) ও লোকমান গাজীর ছেলে জুলফিকার আলী (৪২)।

তালা থানার এসআই মো: আব্দুল্লাহিল আরিফ বলেন, নিহত ও আহত ব্যক্তিরা খুলনা থেকে কয়রায় যাওয়ার পথে জাতপুর এলাকায় পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মহাসিন গাজী ঘটনাস্থলে মারা যান এবং সাইদুর ও জুলফিকার আহত হন।

এ সময় স্থানীয়দের সহায়তায় তালা ফায়ার সার্ভিস কর্মকর্তারা আহদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করায়। আহতদের অবস্থার অবন্নতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।


আরো সংবাদ



premium cement