কুষ্টিয়ায় আটক বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর
- মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
- ৩০ অক্টোবর ২০২৪, ২২:০৮
কুষ্টিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক মো: লিটন (৩০) নামে এক বাংলাদেশী নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
লিটন দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তেগল প্রামাণিকের ছেলে বলে জানা গেছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক জানান, কুষ্টিয়া বিজিবির অধীনে চল্লিশপাড়া বিওপি এলাকার সীমান্ত পিলার ১৫৭/১৩ আর থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ব্যাটালিয়ন-১৪৬ বিএসএফের বাউশমারী ক্যাম্পের টহল দল বাংলাদেশী নাগরিক মো: লিটনকে অবৈধ পারাপারের দায়ে আটক করে। পরে বাংলাদেশী নাগরিককে ফেরত আনার জন্য বিজিবির আহ্বানে বুধবার সীমান্ত পিলার ১৫৭ এমপি-এর কাছে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পতাকা বৈঠকে ব্যাটালিয়ন-১৪৬ বিএসএফের নিউ উদয়া কোম্পানি কমান্ডার বিজিবি মহিষকুস্তি কোম্পানি কমান্ডারের কাছে আটক বাংলাদেশী নাগরিককে ফেরত দেন।
অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে ওই বাংলাদেশী নাগরিককে বিজিবির মাধ্যমে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলেও জানা যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা