কুষ্টিয়ায় সংঘর্ষে আপন ২ ভাই নিহত, আহত ২
- কুষ্টিয়া প্রতিনিধি
- ৩০ অক্টোবর ২০২৪, ২০:৩৩
কুষ্টিয়ার দৌলতপুরের পল্লীতে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আপন দু’ভাই নিহত এবং আরো দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলার আড়য়িা ইউনিয়নের ছাতার পাড়া গ্রামের বাজারে এই সংঘর্ষ হয়।
নিহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম গায়েন (৫৫) ও হামেদ আলী গায়েন।
আহতদের কুষ্টিয়া ও দৌলতপুর উপজেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ছাতার পাড়া গ্রামের গাইন পরিবারের মধ্যে দীর্ঘদন বংশগত দ্বন্দ্বের জেরে বিকেলে ছাতার পাড়া বাজারে দু’পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় নজরুল ও হামেদ আলী আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর দু’জনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে দৌলতপুর হাসপাতালে পরে কুষ্টিয়া জেনালে হাসপাতালে নেয়া হয়।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বড় ধরনের সংর্ষের আশঙ্কায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে। খবর পেয়ে দৌলতপু থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা