৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

কুষ্টিয়ায় সংঘর্ষে আপন ২ ভাই নিহত, আহত ২

কুষ্টিয়ায় সংঘর্ষে আপন ২ ভাই নিহত, আহত ২ - ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ার দৌলতপুরের পল্লীতে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আপন দু’ভাই নিহত এবং আরো দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার বিকেলে দৌলতপুর উপজেলার আড়িয়ে ইউনিয়নের ছাতার পাড়া গ্রামের বাজারে এই সংঘর্ষ হয়।

আহতদের কুষ্টিয়া ও দৌলতপুর উপজেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ দৌলতপুর তানা পুলিশ ও ডিবি গটনাস্থলে যায়।

স্থানীয়রা জানান, ছাতার পাড়া গ্রামের গাইন পরিবারের মধ্যে দীর্ঘদিন বংশগত দ্বন্দের জেরে বিকেলে ছাতার পাড়া বাজারে দু’পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় নজরুল ইসলাম গায়েন (৫৫) ও হামেদ আলী গায়েন রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর দু’জনকে গুরুত্ব আহত অবস্থায় প্রথমে দৌলতপুর হাসপাতালে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।

নিহতরা ছাতারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওয়াব আলী ও সুমন গ্রুপের সাথে দীর্ঘদিনের সামাজিক আধিপত্যকে কেন্দ্র বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সাতারপাড়া বাজারে নওয়াব আলী গ্রুপের সাইফুল ইসলাম-৪০ চা পান করছিল এমতাবস্থায় সুমন পক্ষের মনো মিয়া সাইফুলকে মারপিট করেন। এ খবর ছড়িয়ে পড়লে নওয়াব আলী পক্ষের সাইফুল ইসলামসহ ১০/১২জন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে আসলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এতে নজরুল গায়েন, আব্দুল হামিদ গায়েন, সাইফুল ইসলাম, আসমত আলী, আকবর আলী ও জামাল হোসেন গুরুত্বর আহত হন। উন্নত চিকিৎসার জন্য আকবর আলীকে ঢাকায় রেফার্ড করা হলেও নজরুল ও হামিদ দু’ভাই মারা যান। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বড় ধরনের সংর্ষের আশংকায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে।


আরো সংবাদ



premium cement