৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

নড়াইলে চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

নড়াইলে চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা - প্রতীকী

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।

বুধবার (৩০ অক্টোবর) ভোর রাতে সদর উপজেলার নড়াইল-ঢাকা-বেনাপোল মহাসড়কের তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, তুলারামপুর এলাকায় দীর্ঘ দিন ধরে গরু চুরি হচ্ছে। বুধবার ভোর রাতে তুলারামপুর এলাকার তরফদার বখতিয়ার হোসেন হান্নানের বাড়িতে তিন চোর গরু চুরি করতে আসে। এ সময় কুকুর ডেকে উঠলে বাড়ির মালিক হান্নান টের পেয়ে ডাক-চিৎকার করেন। তার চিৎকারে গ্রামবাসী চোরদের ধাওয়া করে গণপিটুনি দিলে তিনজন নিহত হয়। চোরদের কাছে থাকা মোবাইল ফোনে কথা বলে গ্রামের লোকজন জানতে পারে যে তাদের মধ্যে দু’জনের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জে।

নড়াইল সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তাদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরো বলেন, তিনজনের মধ্যে দু’জনের পরিচয় প্রাথমিকভাবে জানা গেলেও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement