লগি-বৈঠা দিয়ে হত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচার হবেই
- খুলনা ব্যুরো
- ২৮ অক্টোবর ২০২৪, ২০:১৭
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ফাসিস্ট শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে প্রকাশ্য দিবালোকে আমাদের নেতা-কর্মীদের হত্যা ও আহত করার জন্য শেখ হাসিনার বিচার এখন সময়ের ব্যাপার। যতই পালিয়ে থাকুক, আদালতের কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে। সোমবার নগরীর আল-ফারুক সোসাইটি চত্ত্বরে ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবে শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নগর আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্ব ও সেক্রেটারি এডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলালের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াত নেতা মাওলানা এমরান হোসাইন, মাষ্টার শফিকুল আলম, মো. নজিবুর রহমান, এডভোকেট শাহ আলম, শেখ জাহাঙ্গীর আলম, শিবির সভাপতি আরাফাত হোসেন মিলন প্রমুখ।
মাওলানা আজাদ বলেন, শেখ হাসিনা ও তার দোসররা প্রহসনের নাটক সাজিয়ে আমাদের শীর্ষ ৫ নেতাকে ফাঁসি দিয়েছে। শত-শত নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে। বাংলার মাটি থেকে আমাদের নিশ্চিহ্ন করার ঘোষনা দিয়ে আজকেই তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। মুক্তিযুদ্ধের নামে জাতিকে বিভক্ত করা হয়েছে। রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে বিরোধী দল ও মতকে দমন করা হয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই টেকেনি। আমাদের নেতা-কর্মীরা জীবন বাজি রেখে সব বাধা উপেক্ষা করে এদেশের জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। একমাত্র আল্লাহ ছাড়া কারো রক্তচক্ষুকে ভয় পায় না বলেই জামায়াত এদেশের জনগণকে সাথে এগিয়ে যাচ্ছে। দেশের জনগণ এখন জামায়াতের দিকে তাকিয়ে আছে। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুত্থানকে আমাদের লাগাতে হবে। আর কোনো ফ্যাসিবাদ যেন ঘুরে দাঁড়াতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। শেষে ২৮ অক্টোবরের শহীদদের জন্য দোয়া করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা