আগুনে পুড়ে ছাই দিনমজুর গোলামের বাড়ি
- মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
- ২৮ অক্টোবর ২০২৪, ১২:৪৫
মোংলায় আগুনে গোলাম রসুল (৩০) নামের এক দিনমজুর পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করছে পরিবারটি।
সোমবার রাত ২টার দিকে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মাকোড়ঢোন পানির প্রকল্পের পাশে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী বারেক তালুকদার বলেন, ‘রান্না করা চুলার আগুনে গোলাম রসুলের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘর থেকে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরে থাকা চাল, ডাল, খাতা-কলম, টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, টিন খাবারসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। সেইসাথে পোষা হাঁস-মুরগীও পুড়ে ছাই হয়েছে। পরিবারগুলো সব হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে। এখন তারা খোলা আকাশের নিচে বসে আছে। তারা ভীষণ গরীব। তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি বিত্তবানদের অনুরোধ করছি।’
স্থানীয় রাহেলা বেগম বলেন, ‘রাতে খবর পেয়ে আমরা সবাই মিলে গোলাম রসুলের ঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিন্তু ঘরে থাকা কোনো কিছুই আমরা উদ্ধার করতে পারিনি। আগুনে পুড়ে ওই পরিবারের সব কিছুই শেষ।’
ক্ষতিগ্রস্ত গোলাম রসুল বলেন, ‘আমরা পরিবার নিয়ে সবাই বেড়াতে গেছিলাম। ঘরে আমার নানী একাই ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করেছে। খবর পাওয়ার পর এসে দেখি আমার সব শেষ হয়ে গেছে। কিচ্ছু নাই। চাল, ডাউল, কাপড় সব শেষ। সব হারিয়ে আমি নি:স্ব হয়ে গেছি। আমি চার ছেলে-মেয়েসহ সাতজনকে নিয়ে খোলা আকাশের নিচে বসে আছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন জানান, ‘সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’