শৈলকুপায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
- মফিজুল ইসলাম শৈলকূপা (ঝিনাইদহ)
- ২৬ অক্টোবর ২০২৪, ১৮:৩৪
ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে মস্তো নামের এক সাপুড়ে মারা গেছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফুলহুরি গ্রামে মস্তোর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিন দিন ধরে মস্তো সাপুড়ে শৈলকুপার বিত্তিপাড়া গ্রামে সাপ ধরছিলেন। শনিবার দুপুরে তিনি সাপ ধরার জন্য আবারো সেখানে যান। সাপ ধরে বাড়ি ফেরার পথে স্থানীয় লোকজন তাকে সাপের খেলা দেখানোর অনুরোধ করেন। এ সময় তিনি খেলা দেখানো শুরু করেন। খেলা দেখানোর সময় হঠাৎ একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়।
পরে মস্তো তার অভিজ্ঞতার ভিত্তিতে নিজেই প্রাথমিক চিকিৎসার চেষ্টা করেন। কিন্তু বিষের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়লে তিনি বিকেলে নিজ বাড়িতে মারা যান।
স্থানীয় এস এম সাগর জানান, ‘সাপ ধরে বাড়ি ফেরার পথে সাপের খেলা দেখানোর সময় বিষধর সাপের কামড়ে মস্তো নামের এক সাপুড়ে মারা গেছেন।’