২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
`

দুবলারচরে ঘূর্ণিঝড় দানার প্রভাবে দমকা বাতাস বইছে

- ছবি : প্রতীকী

পূর্ব সুন্দরবনের দুবলারচরসহ শরণখোলা উপজেলার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দানার প্রভাবে দমকা বাতাস বইছে। শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো: খলিলুর রহমান বলেন, ‘ইতোমধ্যে দুবলারচরে ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে শুরু করেছে। দুপুর থেকে দমকা বাতাস বইছে। ধীরে ধীরে সাগরের পানি বাড়ছে বলেও জানান তিনি।

খোন্তাকাটা গ্রামের কৃষক সাইদুর রহমান মুন্সি ও কদমতলা গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, ‘ঘূর্ণিঝড় দানার প্রভাবে কৃষকরা আমন ধান ও ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছে।’

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, ‘ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসনিক পর্যায়ে প্রস্ততি নেয়া শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের সংকেত বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement