২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
`

ইবির ৩ দফতরে নতুন পরিচালক নিয়োগ

অধ্যাপক ড. নাজিমুদ্দিন, অধ্যাপক ড. শাহজাহান আলী ও অধ্যাপক ড. শাহজাহান আলী - ছবি : নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) আইসিটি সেল ও প্রিন্টিং প্রেস দফতরে নতুন পরিচলক নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৩ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাজিমুদ্দিনকে আইকিউএসির পরিচালক, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলীকে আইসিটি সেলের পরিচলক এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলামকে প্রিন্টিং প্রেস দফতরের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সূত্র মতে, গত মঙ্গলবার থেকে আইসিটি সেল ও আইকিউএসির নতুন পরিচালককে নিয়োগ দেয়া হয়। এছাড়া গত সোমবার থেকে প্রিন্টিং প্রেস প্রশাসককে নিয়োগ দেয়া হয়। আইকিউএসি পরিচালককে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ও বাকি দুই পরিচালককে এ বছরের জন্য নিয়োগ দেয় কর্তৃপক্ষ।

আইকিউএসির নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, আমি নিয়োগপত্র পাওয়ার পর দায়িত্ব গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের মিশন-ভিশনের আলোকে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে নিয়ে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করব। এ বিষয়ে সকলের পরামর্শ ও সহযোগীতা কাম্য।


আরো সংবাদ



premium cement