১০ ঘণ্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ২৩ অক্টোবর ২০২৪, ১৩:০৯
চুয়াডাঙ্গার আনসারবাড়িয়া রেলস্টেশনে কাছে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় টানা ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার বেলা ১১টার পর থেকে খুলনার সাথে সারাদেশের রেল চলাচল শুরু হয়েছে।
উথলী রেলওয়ে স্টেশনের মাষ্টার মিন্টু কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, টানা ১০ ঘণ্টা পর উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পাকশি রেলওয়ের বিভাগীয় প্রধান মো: আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে খুলনাগামী একটি তেলবাহী ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আনসারবাড়িয়ার পাশের রেলস্টেশনে আন্তঃনগর চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীবাহী ট্রেনের শতশত যাত্রী। বিকল্প উপায়ে অসংখ্য যাত্রী গন্তব্যস্থলের উদ্দেশ্যে চলে যান। এতে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা