নির্বাচন নিয়ে আমাদের অস্থিরতা ও তাড়াহুড়া নেই : ভিপি নুর
- ঝিনাইদহ প্রতিনিধি
- ১৯ অক্টোবর ২০২৪, ২০:৩১
নির্বাচন নিয়ে আমাদের অস্থিরতা ও তাড়াহুড়া নেই বলে মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘নির্বাচন নিয়ে আমাদের অস্থিরতা ও তাড়াহুড়া নেই, তবে অন্তর্বর্তী সরকারকে জনগনের মনের ভাষা বুঝতে হবে। বর্তমান সরকারে এখনো বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন পদে বসে আছে। সরকারের দুর্বলতা থাকলে রাজনৈতিক দলের পরামর্শ নিন।’
এ সময় তিনি বলেন, ‘১৫ বছর ধরে মাফিয়া, দুর্বৃত্তরা জণগনের মাথায় চেপে বসেছিল। বিএনপি, জামায়াতসহ সকল বিরোধী দল রাজপথে ছিলাম। কোটা সংস্কারের আন্দোলনে ছিলাম। হামলা-মামলার শিকার হয়েছি। শেখ হাসিনা বলতেন, ১৮ কোটি মানুষকে তিনি খাওয়ান, তিনি ড. ইউনুসকে পদ্মায় ফেলে দিতে চেয়েছিলেন। জেলে পাঠাতে চেয়েছিলেন। অথচ ছাত্র-জনতার আন্দোলন, মুক্তির আন্দোলনে পরিণত হলে তিনি নিজের জুতা ফেলে ভারতে পালিয়ে যান। এখন আবার নতুন চাঁদাবাজ, দখলদার তৈরি হচ্ছে, তাদেরকে রুখে দিতে হবে। আমরা আমাদের মনের মত রাষ্ট্র সাজাতে চাই।’
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ ওয়াজিল আলী স্কুল মাঠে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিপি নুর বলেন, ‘আমরা পরিবর্তনের কথা বলছি, তাই আগে নিজেদের পরিবর্তন হতে হবে। ফ্যাসিস্ট সরকারের নেতা-কর্মীরা সন্ত্রাস করেছে, লুট-পাট করেছে। জনগনের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের এমপি-মন্ত্রীরা শুল্কমুক্ত গাড়ি কিনেছে। সাধারণ জনগণকে এসপি, ডিসির সাথে সহজে দেখা করে সমস্যার কথা বলার ব্যবস্থা করতে হবে।’
তিনি আরো বলেন, ‘রাজনীতিতে জমিদারি প্রথা বন্ধ করতে হবে। নেতার ছেলে এমপি-মন্ত্রী হবে, নেতা হবে, এসব চলবে না। যার মেধা আছে, সততা আছে, যোগ্যতা আছে সে রাজনীতি করবে। টাকা দিয়ে ভোট কেনার রাজনীতিও বন্ধ করতে হবে।’
গণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান বক্তার হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় ঝিনাইদহ জেলা ও উপজেলা থেকে আমন্ত্রিত নেতারাও বক্তব্য দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা