ভ্যান হারিয়ে দিশেহারা বক্কারের মুখে হাসি ফোটাল জামায়াত
- মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা
- ১৮ অক্টোবর ২০২৪, ১৯:১৫
ভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়েন মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ধোয়াইল গ্রামের বাসিন্দা আবু বক্কার মোল্যা। তার মুখে হাসি ফুটিয়েছে বাংলাদেশ জামায়াতের মহম্মদপুর সদর ইউনিয়ন শাখা।
শুক্রবার বিকেলে ধোয়াইল গ্রামের বায়তুন নুর জামে মসজিদের সামনে থেকে বক্কারের হাতে ব্যাটারিচালিত একটি নতুন ভ্যানের চাবি তুলে দেন মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এম.বি বাকের।
এ সময় মহম্মদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আক্কারুজ্জামানসহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভ্যান চালক আবু বক্কার মোল্যা জানান, ‘আমি ২২ দিন আগে মসজিদ থেকে জুম্মার নামাজ আদায় করে বাইরে এসে দেখি আমার ভ্যান নাই। এ ভ্যানটাই আমার একমাত্র আয়ের পথ ছিল। ঘরের জায়গাটুকু ছাড়া আমার আর কোনো জমি নাই। মেয়েদের নিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। সাহায্য নিয়ে এ কয়দিন আমার চলা লাগছে। এখন আর দুঃশ্চিন্তা করা লাগবে না।’
মহম্মদপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির কাবুল হুসাইন জানান, ভ্যান হারিয়ে বক্কার মোল্যার দুরাবস্থা দেখে সদর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান কিনে দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা