শৈলকুপায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
- মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ)
- ১৮ অক্টোবর ২০২৪, ১৭:০২
ঝিনাইদহের শৈলকূপার কালী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবির হোসেন নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আবির হোসেন উপজেলার হড়রা গ্রামের রুহুল শেখের ছেলে ও দিগনগর ইউনিয়ন হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র।
জানা গেছে, প্রতিদিনের মতো আবির হোসেন আজ দুপুরে বাড়ির পাশে কালী নদীতে একা গোসল করতে গিয়েছিলেন। বাড়িতে আসা দেরি দেখে বাড়ির সদস্যরা তাকে নদীতে খোঁজ করে না পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা তার লাশ পানি থেকে উদ্ধার করেন।
এ ব্যাপারে শৈলকূপা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা হারুনর রশীদ জানান, কালী নদীতে গোসল করতে গিয়ে আবির হোসেন নামে এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার খবর পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা তার লাশ পানি থেকে উদ্ধার করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা