১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

শৈলকুপায় বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

শৈলকুপায় বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে নবিরন খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর গ্রামে পাটকাঠির গাদি থেকে সাপটি কামড় দিলে এ ঘটনা ঘটে।

নিহত নবিরন খাতুন ওই গ্রামের মন্টু আলীর স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাটকাঠির গাদি থেকে পাটকাঠি আনতে গেলে তাকে বিষধর সাপ কামড় দেয়। তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা এসে পাটকাঠির গাদি ভেঙে আহত অবস্থা থেকে তাকে উদ্ধার করে। পরে সাপসহ ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে যান তারা।

এদিকে হাসপাতালে সাপে কামড়ানো রোগীর চিকিৎসার জন্য এন্টিভেনামের অভাব ছিল। এন্টিভেনাম না থাকায় চিকিৎসকরা তাকে চিকিৎসা না করার কারণে নবিরন খাতুন বিনা চিকিৎসায় হাসপাতালেই সন্ধ্যায় মারা যান বলে নিহতের স্বামী মন্টু আলী অভিযোগ করেন।


আরো সংবাদ



premium cement