‘দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে’
- বাগেরহাট প্রতিনিধি
- ১৬ অক্টোবর ২০২৪, ২০:৫৭
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন যুবদলের কেন্দ্র্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে নেতাকর্মীদের ব্যাপক ভূমিকা রাখতে হবে।
বুধবার বিকালে বাগেরহাটে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
আব্দুল মোনায়েম মুন্না বলেন, গত ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতার পরও দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। বিএনপির বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার হচ্ছে। সে কারণে বিএনপির আয়নাস্বরূপ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাবধানে রাজনীতি করতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না।
এ কর্মী সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
এ সময় বক্তব রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক বেল্লাল হোসেন তারেক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিউদ্দিন শফি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজ সেবা সম্পাদক মামুন হাশেমী দীপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান যাদু প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা