১৬ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩০, ১২ রবিউস সানি ১৪৪৬
`

কুষ্টিয়ায় অপহৃত শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলো বিজিবি

কুষ্টিয়ায় অপহৃত শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলো বিজিবি - ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অপহৃত এক শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ মথুরাপুর বিওপি হতে ১৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর পশ্চিমপাড়া গ্রামের অপহরণকারী মো: আসাদুজ্জামান (২৬), মো: জনি শেখের (২০) বাড়িতে বিজিবি ও পুলিশ যৌথভাবে অপহরণকৃত শিশু উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, অভিযানে আসামি আসাদুজ্জামানের বাড়িতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সুবেদার মো: মুজিবুল হকের নেতৃত্বে মথুরাপুর বিওপির একটি টহল দল, মেহেরপুর সদর থানা ও দৌলতপুর থানার পুলিশ সদস্যদের সাথে যৌথ অভিযান পরিচালনা করে মেহেরপুর জেলার অপহৃত শিশু মো: তামিম হোসেনকে (৬) উদ্ধার করতে সক্ষম হয়।

বিজিবি অধিনায়ক উল্লেখ করে বলেন, অপহরণকারীরা যৌথ অভিযানের সংবাদ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত শিশু তামিমকে তার মায়ের কাছে বুঝিয়ে দেয়া হয়।

এ ব্যাপারে অপহরণকৃত শিশু তামিম হোসেনের অভিবাবক কর্তৃক মেহেরপুর সদর থানায় পলাতক আসামিদের বিরুদ্ধে একটি মামলা করা করেছে।


আরো সংবাদ



premium cement