২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আলাউদ্দিন নগর শিক্ষা পল্লীতে মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন

আলাউদ্দিন নগর শিক্ষা পল্লীতে মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর শিক্ষা পল্লীতে মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার সকালে ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও ইভটিজিং বন্ধেরও দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সম্প্রতি সময়ে বহিরাগত প্রবেশের কারণে ক্যাম্পাসে হরহামেশাই তাদের চলাফেরা বেড়েছে। তাদের প্রবেশ বন্ধ ও মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষকেরা বলেন, দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এখনই সময় দেশ সংস্কার করা। সমাজ ও রাষ্ট্র দেখে রাখার দায়িত্ব সকলেরই। সম্মিলিতভাবে এগিয়ে আসলেই মাদকমুক্ত ক্যাম্পাস গড়া সম্ভব।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলাউদ্দিন বাহার কৃষি কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: চয়ন উদ্দিন মোল্লা, মিরাজুল ইসলাম, তোফাজ্জল হোসেন, বদোরুদ্দাজা সুজন প্রমুখ।


আরো সংবাদ



premium cement