০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৩ রবিউস সানি ১৪৪৬
`

পাইকগাছার কপোতাক্ষের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন জামায়াতের

পাইকগাছার কপোতাক্ষের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন জামায়াতের - ছবি : নয়া দিগন্ত

কপোতাক্ষের খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির রামনাথপুর ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

এ সময় তার সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা কামাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সম্পাদক মাওলানা বুলবুল আহমাদ, হরিঢারী ইউনিয়ন আমির মাওলানা হোসাইন আহমাদ, সাধারণ সম্পাদক মো: মশিয়ার রহমান, জামায়াতে ইসলামীর নেতা আসলাম বিশ্বাস, এইচ এম এ আবুল কাশেম, মো: আব্দুস সাত্তার, মো: রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কপোতাক্ষ নদের ভয়াবহ ভাঙ্গনে উপজেলার কপিলমুনি ও হরিঢারী ইউনিয়নের রামনাথপুর, দরগামহলসহ বিস্তির্ণ এলাকা ইতোমধ্যে নদীগর্ভে বিলিন হয়েছে। এছাড়া ভাঙ্গনের পর অপর পাড়ে গড়ে ওঠা পাড় রামনাথপুরে অন্তত ৫০ একর জমিতে অতিবর্ষায় বাঁধ কেটে লবন পানি ঢুকিয়ে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ভাঙ্গনরোধে জরুরিভিত্তিতে সেখানে কাজ করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।


আরো সংবাদ



premium cement